বান্দরবান জেলার সদর উপজেলায় আজ কোভিড-১৯ (করোনা ভাইরাস)-এর কারণে ক্ষতিগ্রস্থ, কর্মহীন ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে চাল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে সদর উপজেলার রেইচা থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ।অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী, ৩নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অংসাহ্লা মারমা, সুয়ালক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নাছিরউদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মংক্যসিং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর সুয়ালক ইউনিয়নের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টংকাবতী প্রাথমিক বিদ্যালয় মাঠে চাল বিতরণ করা হয়।
এ সময় অসহায় ও দুস্থদের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করে পরিবার প্রতি দশকেজি করে চাল বিতরণ করা হয়।