রাঙ্গামাটি জেলায় আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাঙ্গামাটি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ আলোচনাসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।
অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।