নীলফামারী জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান (অনূর্ধ্ব-১৭ বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অনূর্ধ্ব ১৭ বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্ট শুরু হয়েছে।
আজ শনিবার সকাল নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম মাঠে টুর্নামেণ্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লিজা বেগম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদের সচিব জয়নুল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম প্রমুখ।
জেলার ছয় উপজেলা ও নীলফামারী পৌরসভাসহ বালক সাতটি ও বালিকা সাতটিসহ ১৪টি দল অংশ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।