জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডীন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হক।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত আজ এ সংক্রান্ত এক চিঠিতে উল্লেখ করা হয়, ড. ইমদাদুল হককে চার বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।