×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২১-০৫-২৮
  • ৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও পরামর্শক সংস্থা ড্রিম-৭১ বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ শুক্রবার রাজধানীর উত্তরাস্থ বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (স্কিটি) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বিসিকের চেয়ারম্যান মোঃ মোশতাক হাসানের উপস্থিতিতে বিসিকের সচিব মোঃ মফিদুল ইসলাম ও পরামর্শক সংস্থা ড্রিম-৭১ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় বিসিক চেয়ারম্যান বলেন, বিসিক অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য সারাদেশে বিসিকের ৬৪টি জেলা অফিস ও ৭৬ টি শিল্পনগরীতে ডিসপ্লে সেন্টার ও বিক্রয়কেন্দ্র স্থাপন করা হবে। এসব ডিসপ্লে সেন্টার ও বিক্রয় কেন্দ্র স্থাপনের অবকাঠামোগত সুবিধা বিসিকের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনলাইন মার্কেটিং ব্যবস্থাকে বর্তমান ডিজিটাল যুগের বাস্তবতা হিসেবে অবিহিত করে বিসিকের চেয়ারম্যান বলেন,করোনার (কভিড-১৯) প্রাদুর্ভাবজনিত কারণে ক্ষুদ্র ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। বিসিক অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মে পণ্য বিপণনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তরা উপকৃত হবেন।
এদিকে চুক্তি স্বাক্ষরের পর বিসিক অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মের সিস্টেম রিকোয়্যারমেন্ট স্পেসিফিকেশন (এসআরএস) চূড়ান্তকরণের লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat