×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২১-০৫-২৮
  • ৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেরপুর সদর উপজেলায় শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২১। আজ স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী কামারেরচর ইউনিয়ন ২-০ গোলে চরমোচারিয়া ইউনিয়ন দলকে পরাজিত করে শুভসূচনা করেছে। খেলার প্রথমার্ধের ১৬ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর জটলায় বল পেয়ে কামারেরচরের পক্ষে মিডফিল্ডার রিপন মিয়া এবং দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে লেফট উইংগার রহমত আলী পেনাল্টিতে দলের পক্ষে গোল করেন।
এর আগে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম খেলার উদ্বোধন ঘোষণা করেন। এসময় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, সদর উপজেলার টুর্নামেন্ট সমন্বয়কারি যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, ইউপি চেয়ারম্যান খোরশেদুজ্জামান ও হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন। দিনের দ্বিতীয় খেলায় বাজিতখিলা ইউপি দল মাঠে না আসায় চরশেরপুর ইউপি দলকে ২-০ গোলে ওয়াকওভার দেওয়া হয়।
প্রতিযোগিতায় সদর উপজেলার ১৪ ইউনিয়নের দল নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করছে। করোনা সংক্রমণের কারণে দর্শক বিহীন মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat