রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা সদরের ইমামপাড়া এলাকা থেকে উদ্ধারকৃত বিরল প্রজাতির লজ্জাবতী বানরটিকে আজ পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে লজ্জাবতী বানরটিকে অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি বন কর্মকর্তা ময়নুল হক।
বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ১১টার দিকে বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক ইমামপাড়া এলাকায় একটি বাড়ির আঙ্গিনা বিরল প্রজাতির থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়।
পরে লজ্জাবতী বানরটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের মাধ্যমে বন বিভাগের কর্মকর্তা ময়নুল হকের কাছে রাতেই হস্তান্তর করা হয়। বন বিভাগের কর্মিরা রাতে বানরটিকে তাদের হেফাজতে রাখেন।
পরে, আজ বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের নির্দেশে উপজেলা সদর থেকে প্রায় ৩০কিলোমিটার দূরে পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে লজ্জাবতী বানরটিকে অবমুক্ত করা হয়।