কুমিল্লা (দক্ষিণ) জেলার ব্রাহ্মণপাড়ায় শশীদল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আজ সোমবার দুপুর ১টায় শশীদল স্টেশন বাজারে সিএনজি অটোরিকশা চালক ও যাত্রীদের মাঝে ৮শ’ মাস্ক বিতরণ করা হয়েছে।
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, সোসাইটির সহ সভাপতি সাহিদুল আলম, সেক্রেটারি মোহাম্মদ আমিনুল হক, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক স্বপন, কার্যনির্বাহী সদস্য মো. আওলাদ হোসেন, এমদাদ হোসেন ছবির, শশীদল ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ছাদেক আহাম্মদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু সাঈদ প্রমুখ।
এ বিষয়ে সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ আমিনুল হক বাসসকে বলেন, করোনাভাইরাস সচেতনতামূলক কার্যক্রম অংশ হিসেবে ৮শ’ মাস্ক বিতরণ করা হয় এছাড়াও এতিমখানায় খাদ্য বিতরণ করা হয়েছে।