কুমিল্লা (দক্ষিণ) জেলার হোমনায় পুকুরের পানিতে ডুবে মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার নিলখী ইউপির ইটাভরা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ইটাভরা গ্রামের সুমন মিয়ার স্ত্রী শাহিদা আক্তার (২৬) ও ছেলে মো. সৌরভ (৪)।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কায়েস আকন্দ বলেন, বাড়ির পাশের একটি ডোবায় মা-ছেলে গোসল করতে যায়। এ সময় মায়ের অগোচরে তার ছেলে পানিতে পড়ে ডুবে যায়। পরে ছেলেকে উদ্ধার করতে গিয়ে কাপড় পেচিয়ে পানিতে ডুবে মায়েরও মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।