বান্দরবান জেলায় আজ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে জাতীয় শ্রমিক লীগ।
আজ সোমবার বিকালে জাতীয় শ্রমিক লীগ বান্দরবান ৯নং ওয়ার্ড উত্তর শাখার আয়োজনে এলাকার দুস্থ ও অসহায়দের এ উপহার প্রদান করা হয়। উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী। এসময় জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলামসহ শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১২০জন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে জনপ্রতি পাঁচকেজি চাল ও এক কেজি করে আলু প্রদান করা হয়।