×
ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলায় সমালোচনার মুখোমুখি বাইডেন সুপার টাইফুন কং-রে-র সাথে লড়ছে তাইওয়ান হ্যারিসের সমাবেশে ক্যাপিটলে দাঙ্গা নিয়ে সমর্থকদের উল্লাস স্পেনে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বেশ কিছু লাশ উদ্ধার দক্ষিণ আফ্রিকার রান ৫শ’ ছাড়ালো আমি প্রচুর গালিগালাজ শিখেছি : পরী মণি বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার
  • প্রকাশিত : ২০২১-০৫-০৭
  • ৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের প্রকোপে কাঁপছে পুরো ভারত। বিভিন্ন শ্রেনির মানুষ এগিয়ে আসছেন সহায়তা করতে। বাদ যাননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী-বলিউড তারকা আনুষ্কা শর্মা।
কোভিডের বিপক্ষে লড়াইয়ে সহায়তার জন্য ত্রাণ সংগ্রহের একটি উদ্যোগে নিয়েছেন কোহলি-আনুষ্কা। ইতোমধ্যে সেই তহবিলে ২ কোটি রুপি দিয়েছেন তারা। তহবিলে ৭ কোটি রুপি সংগ্রহ করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের চ্যানেলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আনুষ্কা বলেন, ‘ভারতের জন্য পরিস্থিতি বেশ কঠিন, যেহেতু আমরা মহামারীর সঙ্গে লড়াই করছি। দেশ এভাবে ভুগছে, যা দেখাটা আমাদের জন্য খুব কষ্টদায়ক। যারা দিন-রাত আমাদের জন্য লড়াই করছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের নিবেদন প্রশংসনীয়।’
কোহলি বলেন, ‘কিন্তু এখন, আমাদের সাহায্য তাদের প্রয়োজন এবং অবশ্যই তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাই আমি এবং আনুষ্কা কেটোতে (তহবিল সংগ্রহের অনলাইন প্লাটফর্ম) তহবিল সংগ্রহের একটি উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে যোগ দেওয়া ও সহায়তা করার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি। প্রতিটি ক্ষুদ্র জিনিসই পার্থক্য তৈরি করে।’
কোহলি আরও বলেন, ‘অনেক আত্মবিশ্বাস নিয়ে এই ফান্ড উত্তোলনের কাজ শুরু করলাম। আশা করি এই কঠিন পরিস্থিতিতে যথেষ্ট সহায়তা পাবো আমরা। এই সংকটের মুহূর্তে দেশের মানুষ সহায়তা করতে এগিয়ে আসবে বলে আমি আশাবাদি। চলুন সবাই একসাথে লড়াই করি এবং এটা মোকাবিলায় আমরা সফল হবই।’
গত বছরের এপ্রিলে ভারতের করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সাহায্যের হাত বাড়িয়েছিলেন কোহলি-আনুষ্কা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat