রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে আজ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে সাংবাদিকদের তিনদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন পিআইবি’র প্রতিবেদক এবং কোর্স সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুণ।
তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজান এবং রাঙ্গামাটির কাপ্তাই, কাউখালি ও রাজস্থলী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।