সকল জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে পেসার মুস্তাফিজুর রহমানকে খেলার জন্য অনাপত্তিপত্র দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন আসরের নিলামে ১ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেয় রাজস্থান রয়্যালস। তবে সব ম্যাচেই মুস্তাফিজের একাদশে সুযোগ পাবার বিষয়টি একরকম অনিশ্চিতই ছিলো। কিন্তু ইংল্যান্ডের জোফরা আর্চারের ইনজুরিতে ফিজের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা উজ্জল হয়েছে।
আজ বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুুল আবেদনি নান্নু বলেন, ‘শ্রীলংকা সফরের জন্য মুস্তাফিজুর রহমান আমাদের পরিকল্পনায় নেই। তাই আইপিএলে খেলার জন্য আমরা তাকে এনওসি দিয়েছি। আমরা মনে করি, তার জন্য আইপিএল খেলাই ভালো।’
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ। ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল। ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম মাঠে নামবে মুস্তাফিজের রাজস্থান রয়্যালস।
মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশ থেকে আইপিএলে খেলবেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্স ৩ কোটি ২ লাখ রুপিকে তাকে দলে নিয়েছে। ইতোমধ্যে এনওসি পেয়েছেন সাকিব।
আইপিএল খেলতে ইতোমধ্যে মুম্বাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন সাকিব। কেকেআর স্কোয়াডে যোগ দেয়ার আগে সাতদিনের কোয়ারেন্টাইনে থাকবেন সাকিব।