জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলায় আজ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যাললেয় উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রোগীদের মাঝে চেক বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই-প্রু চৌধুরী এবং রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ওমর ফারুক ও সহকারি পরিচালক রুপনা চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে ২৩জন রোগীকে ৫০হাজার টাকা করে মোট ১১ লাখ পঞ্চাশহাজার টাকার চেক প্রদান করা হয়।