সফরকারী দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ নারী ইমার্জিং দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২২ সদস্যের দলকে নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসের ২৮ তারিখে ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল।
ঢাকায় এসে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে দক্ষিণ আফ্রিকা। সিলেট পৌঁছে করোনা পরীক্ষার জন্য নমুনা দিবে তারা। এরপর টিম হোটেলে তিন দিন কোয়ারেনটাইনে থাকবে তারা।
পরবর্তীতে ৪ এপ্রিল থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল। সিরিজের বাকি চার ম্যাচ হবে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে নয়টা।
বাংলাদেশ নারী ইমার্জিং দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রুবাইয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, সালমা খাতুন, সুরাইয়া আজমিম, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, নুজহাত তাসনিয়া টুম্পা, রাবেয়া, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), খাদিজা-তুল-কুবরা, রুমানা আহমেদ, শবনম মোস্তারি, শারমিন সুলতানা, রিতু মনি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।