সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ৫৫ জন বিচারপতি আজ রোববার করোনার টিকা নিয়েছেন। সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে এ কথা জানান।
তিনি বলেন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বেলা ৩ টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ করেছেন। এছাড়া সুপ্রিমকোর্টের আপীল বিভাগের ৬ বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ৪৮ বিচারপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত এ টিকা গ্রহণ করেন।
সুপ্রিমকোর্ট মুখপত্র জানান, আজ মোট ৫৫ জন বিচারপতি টিকা গ্রহণ করেছেন।