বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ‘বার্ষিক সাধারণ সভা ২০২০’ অনুষ্ঠিত হয়েছে।বিএসপিএ’র সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে আজ সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ একটি রেস্টুরেন্টে(বাগিচা) বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুরু হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বিএসপিএ’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক মল্লিক। শোক প্রস্তাব পাঠ করেন বিএসপিএ’র সহ-সভাপতি পরাগ আরমান।
এরপর ২০২০ সালে মৃত্যুবরণ করা বিএসপিএর সদস্য, পরিবারে সদস্য, ক্রীড়াবিদ ও সংগঠকদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
২০১৯ সালের দ্বিবার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন বিগত কমিটির দফতর সম্পাদক জিয়াউদ্দিন সাইমুম।
পরবর্তীতে পর্যায়ক্রমে নিজ নিজ প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, অর্থ সম্পাদক রাহেনুর ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. কবিরুল ইসলাম।
এছাড়াও কুষ্টিয়া, কক্সবাজার, যশোর, রাজশাহী ও সিলেট শাখার প্রতিনিধিরা নিজ নিজ প্রতিবেদন পাঠ করেন।
সাধারণ সভায় উত্থাপিত সকল প্রতিবেদনের উপর এরপর আলোচনা হয় এবং সর্বস্মতিক্রমে সকল প্রতিবেদন অনুমোদিত হয়।
২০২০ সালের সেরা শাখা হিসেবে কক্সবাজার শাখার সভাপতির হাতে স্মারক ও প্রাইজমানি তুলে দেয়া হয়। বিএসপিএ’র নতুন সদস্যদের বরণ করার মধ্য দিয়ে এজিএম’র সমাপ্তি টানেন সভাপতি।