ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচে ওয়ানডে সিরিজের বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ ও বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইসিসি ওয়ানডে বোলিং র্যাংকিংএ শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন দু’জনই। মিরাজ চতুর্থ ও মুস্তাফিজ অষ্টমস্থানে উঠে এসেছেন। দুই ধাপ উন্নতি করে ১৩তম স্থানে উঠেছেন নিষেধাজ্ঞা শেষে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ খেলতে নামা সাকিব আল হাসান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ২ দশমিক ৭০ ইকোনমিতে ৭২ রানে ৭ উইকেট নেন মিরাজ। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। র্যাংকিংএ চতুর্থস্থান তার ক্যারিয়ারের সেরা।
সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীতে যৌথভাবে ছিলেন মুস্তাফিজ ও সাকিব। ৬টি করে উইকেট নেন তারা। ১১ ধাপ এগিয়ে র্যাংকিং তালিকায় আটে উঠেছেন ফিজ। ২০১৮ সালের ডিসেম্বরে পাঁচে উঠেছিলেন এই পেসার। যা ছিলো তার ক্যারিয়ার সেরা র্যাংকিং।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ৮ রানে ৪ ও দ্বিতীয় ম্যাচে ৩০ রানে ২ উইকেট নেন সাকিব। ইনজুরির কারনে তৃতীয় ও শেষ ম্যাচে ৪ দশমিক ৫ ওভারের বেশি বল করতে পারেননি তিনি। তারপরও সিরিজে ৬ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ১৩তমস্থানে উঠেছেন প্রায় দেড় বছর পর ওয়ানডে খেলতে নামা সাকিব।
র্যাংকিংএর শীর্ষ তিনস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট, আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান ও ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ।
ব্যাটসম্যান তালিকায় এক ধাপ করে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও তামিম ইকবালের। সিরিজের সর্বোচ্চ ১৫৮ রান করে ২২তম স্থানে উঠেছেন তামিম। মুশফিক আছেন ১৫তমস্থানে। পাঁচ ধাপ এগিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ আছেন ৪৯তমস্থানে।
গতকাল শেষ হয়েছে আফগানিস্তান-আয়ারল্যান্ড ওয়ানেড সিরিজ। সিরিজে দু’টি সেঞ্চুরি করেছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। আট ধাপ এগিয়ে র্যাংকিংএ ২০তমস্থানে উঠেছেন তিনি।