মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। ম্যাচ শেষে, দলগত পারফরমেন্সের প্রশংসা করলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
তামিম জানান, করোনার কারনে দীর্ঘ বিরতির পর আবারো মাঠে ফিরে, দলের পেসার ও স্পিনাররা নিজেদের সেরাটা প্রদর্শন করেছে। আর কঠিন উইকেটে ব্যাটসম্যানরাও দায়িত্ব নিয়ে খেলে দলের জয়কে নিশ্চিত করতে সহযোগিতা করেছে।
তিনি বলেন, ‘আমরা খুবই ভালো বল করেছি। মুস্তাফিজ দারুন শুরু করেন। রুবেলের শুরুটাও ভালো ছিলো। তরুন পেসার হাসান মাহমুদ দারুন বোলিং করেছে। স্পিনাররা ভালো করেছে। সাকিব-মেহেদি ভালো বল করেছে।’
অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজকে ৩২ দশমিক ৫ ওভারে ১২২ অলআউট করে দিয়ে বাংলাদেশের জয়কে সহজ করে ফেলেন বোলাররা।
কিন্তু স্কোরবোর্ড দেখাচ্ছে, জয়টি সহজে আসেনি। এক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বিপক্ষে রান করতে লড়াই করতে হয়েছিলো বাংলাদেশের ব্যাটসম্যানদেরও। যারা অনেক বেশি অভিজ্ঞ না হয়েও শীর্ষ পর্যায়ে ছিলো। ওয়েস্ট ইন্ডিজের তরুণ স্পিনার আকিল হোসেন অভিষেক ম্যাচেই চমক দেখিয়েছেন। ২৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করেছিলেন। এক পর্যায়ে এমনও মনে হয়েছে, স্কোরবোর্ডে আরও কিছু রান রাখতে পারলে জয়ের জন্য লড়াই করতে পারতো ওয়েস্ট ইন্ডিজ।
তামিম জানান, পিচের কারনে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা সুবিধা পেয়েছিলো। ফলে ব্যাটিং করা কঠিন ছিলো। তবে নিজ দলের ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রশংসা করেছেন তামিম। এতে জয় দিয়ে সিরিজ শুরু করতে পেরেছে টাইগাররা।
তামিম বলেন, ‘এই উইকেট ব্যাট করা খুবই কঠিন ছিলো। আক্রমনাত্মক শট খেলতে চাইলেও, সেটি সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘প্রথমদিকে আমি যখন উইকেট দেখেছি, আমি ভেবেছিলাম, এটি সত্যিই ভালো হবে। পুরো দিন কোন রোদ ছিলো না। তাই আপনি কাউকে দোষ দিতে পারেন না। এ ধরনের উইকেটে আপনি, দ্রুত রান ও আক্রমনাত্মক হতে পারবেন না।’