শুরু হলো মুজিববর্ষ টেবিল টেনিসের র্যাংকিং টুর্নামেন্ট । শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আজ শুরু হওয়া এ টুর্নামেন্টে একক ইভেন্টে অংশ নিচ্ছেন পুরুষদের ১৫টি এবং নারীদের চারটি দলের প্রায় ১৪০ জন খেলোয়াড় । এখান থেকেই র্যাংকিং পাবেন তারা। পুরুষ বিভাগের দলগুলো হলো- শেখ রাসেল ক্রীড়া চক্র, বয়েজ ক্লাব, প্রীতি স্পোর্টিং ক্লাব, গ্রীন পয়েন্ট টিটি ক্লাব, পুলিশ এসসি, মেরিনার ইয়াংস ক্লাব, অরুনীমা টিটি, পাললীক টিটি, ওয়ারী ক্লাব, তাজ টিটি একাডেমি, প্রমিজিং জুনিয়র্স, অ্যাজাক্স এসসি, উত্তরা টিটি একাডেমি, জাহাঙ্গীর বিল্ডার্স ও সাউথ ইষ্ট টিটি।
নারী বিভাগের দলগুলো হলো- আবাহনী লিমিটেড, বাংলাদেশ পুলিশ, জেবিএল ৭১ এবং ওয়ারী ক্লাব। আজ টুর্নামেন্টের প্রথম দিনে প্রাথমিক পর্বের খেলা অনুষ্ঠিত হয়।