নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে মরজিনা আক্তার এবং ওমর ফারুক উশুর তাউলু ইভেন্টে দু’টি রুপা জিতেছিলেন। এরপর করোনাভাইরাসে আর ম্যাটেই নামা হয়নি তাদের। ঠিক এক বছর আবার খেলার উৎসবে যোগ দেবেন এসএ গেমসে পদকজয়ী উশুকারা। বৃহস্পতিবার থেকে পাঁচটি সার্ভিসেস ও সংস্থা এবং বিভিন্ন জেলার দুইশ’ উশুকার অংশগ্রহনে শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় উশু প্রতিযোগিতা। আজ এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, ‘সান্দা ইভেন্টে প্রতিপক্ষের বিপক্ষে লড়তে হয়। তাই সরকারের স্বাস্থ্যবিধি মেনে করোনাকালীন সময়ে আমরা তাউলুর মতো একক ইভেন্টের খেলা রেখেছি। এ সময় পৃষ্ঠপোষক চায়না বাংলা সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা উপস্থিত ছিলেন। শহীদ ক্যাপ্টেন (অব,) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।