×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২০-১২-২০
  • ৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় ইনিংস ৩৬ রানে অলআউট হয়ে গতকাল অস্ট্রেলিয়ার কাছে দিবা-রাত্রির টেস্টে লজ্জার হার বরণ করে ভারত। ভারতের এমন ন্যাক্কারজনক হারে হতাশ পুরো ভারত। স্তম্ভিত অধিনায়ক বিরাট কোহলিও। দেশের সাবেক খেলোয়াড়রাও হতাশ। সাবেক লিটল মাস্টার সুনীল গাভাস্কার বললেন, এটা অস্ট্রেলিয়ার জন্য ভারতের পক্ষ থেকে বড় দিনের উপহার।
আগামী ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন। তাই বড় দিনের আগে অস্ট্রেলিয়াকে টেস্ট জয় উপহার দিলো ভারত। বড় দিনের আগে ৮ উইকেটের দুর্দান্ত জয়, অস্ট্রেলিয়াকে আনন্দের মাত্রা এখন বহুগুনে।
গাভাস্কার বলেন, ‘এমন জয় যেকোন দলের জন্য বড় অর্জন। প্রতিপক্ষকে ৩৬ রানে অলআউট করে দেয়াও বড় অর্জন অস্ট্রেলিয়ার জন্য। তাই বড় দিনের আগে দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এক কথায় বলতে গেলে অস্ট্রেলিয়াকে ভারতের উপহার এটা।’
ভারতের হারের চেয়ে, ৩৬ রানে অলআউটকে মেনে নিতে পারছেন না গাভাস্কার। তিনি বলেন, ‘৩৬ রানে শেষ হয়ে যাওয়া দেখতে ভাল লাগে না। যে কোনও দল যদি তাদের ইতিহাসে সব থেকে কম রানে অল-আউট হয়ে যায়, তা হলে সেটা দেখতে কখনওই ভাল লাগে না। তবে যে কোনও দলই যদি এই অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণের বিপক্ষে খেলতো, তবে তারা অল্প রানে গুটিয়ে যেত। হয়তো ভারতের মত ৩৬ রানে আউট হতো না, ৮০-৯০ রানে আউট হতো।’
অস্ট্রেলিয়ার বোলারদের প্রশংসা করে গাভাস্কার বলেন, ‘হ্যাজেলউড, কামিন্স-স্টার্করা যেভাবে বল করেছে, তা ছিলো দুর্দান্ত। শুরুর দিকে স্টার্কের তিন ওভারের স্পেল খেলা সত্যিই কঠিন ছিল। এমন বোলিংএর সামনে ছন্দপতন ঘটতেই পারে, তবে এভাবে আত্মসমর্পন করবে ভারতের ব্যাটিং লাইন-আপ, তা ভাবা যায় না।’
সিরিজের বাকী টেস্টগুলোতে ভারতের কাছ থেকে ভালো কিছু আশা করছেন গাভাস্কার। তবে কোহলির না থাকাটা ভোগাবে বলে জানান তিনি, ‘প্রথম টেস্টের প্রথম দু’দিন দারুন খেলেছে ভারত। পরের টেস্টগুলোতেও ভালো খেলবে বলে আমি আশাবাদি। তবে অধিনায়ক বিরাট কোহলির না থাকাটা, ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে।’
আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat