দ্বিতীয় ইনিংস ৩৬ রানে অলআউট হয়ে গতকাল অস্ট্রেলিয়ার কাছে দিবা-রাত্রির টেস্টে লজ্জার হার বরণ করে ভারত। ভারতের এমন ন্যাক্কারজনক হারে হতাশ পুরো ভারত। স্তম্ভিত অধিনায়ক বিরাট কোহলিও। দেশের সাবেক খেলোয়াড়রাও হতাশ। সাবেক লিটল মাস্টার সুনীল গাভাস্কার বললেন, এটা অস্ট্রেলিয়ার জন্য ভারতের পক্ষ থেকে বড় দিনের উপহার।
আগামী ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন। তাই বড় দিনের আগে অস্ট্রেলিয়াকে টেস্ট জয় উপহার দিলো ভারত। বড় দিনের আগে ৮ উইকেটের দুর্দান্ত জয়, অস্ট্রেলিয়াকে আনন্দের মাত্রা এখন বহুগুনে।
গাভাস্কার বলেন, ‘এমন জয় যেকোন দলের জন্য বড় অর্জন। প্রতিপক্ষকে ৩৬ রানে অলআউট করে দেয়াও বড় অর্জন অস্ট্রেলিয়ার জন্য। তাই বড় দিনের আগে দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এক কথায় বলতে গেলে অস্ট্রেলিয়াকে ভারতের উপহার এটা।’
ভারতের হারের চেয়ে, ৩৬ রানে অলআউটকে মেনে নিতে পারছেন না গাভাস্কার। তিনি বলেন, ‘৩৬ রানে শেষ হয়ে যাওয়া দেখতে ভাল লাগে না। যে কোনও দল যদি তাদের ইতিহাসে সব থেকে কম রানে অল-আউট হয়ে যায়, তা হলে সেটা দেখতে কখনওই ভাল লাগে না। তবে যে কোনও দলই যদি এই অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণের বিপক্ষে খেলতো, তবে তারা অল্প রানে গুটিয়ে যেত। হয়তো ভারতের মত ৩৬ রানে আউট হতো না, ৮০-৯০ রানে আউট হতো।’
অস্ট্রেলিয়ার বোলারদের প্রশংসা করে গাভাস্কার বলেন, ‘হ্যাজেলউড, কামিন্স-স্টার্করা যেভাবে বল করেছে, তা ছিলো দুর্দান্ত। শুরুর দিকে স্টার্কের তিন ওভারের স্পেল খেলা সত্যিই কঠিন ছিল। এমন বোলিংএর সামনে ছন্দপতন ঘটতেই পারে, তবে এভাবে আত্মসমর্পন করবে ভারতের ব্যাটিং লাইন-আপ, তা ভাবা যায় না।’
সিরিজের বাকী টেস্টগুলোতে ভারতের কাছ থেকে ভালো কিছু আশা করছেন গাভাস্কার। তবে কোহলির না থাকাটা ভোগাবে বলে জানান তিনি, ‘প্রথম টেস্টের প্রথম দু’দিন দারুন খেলেছে ভারত। পরের টেস্টগুলোতেও ভালো খেলবে বলে আমি আশাবাদি। তবে অধিনায়ক বিরাট কোহলির না থাকাটা, ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে।’
আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।