×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২০-১২-১৯
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বসেরা ব্যাটসম্যানদের ব্যাটিং লাইন-আপ মাত্র ৩৬ রানে অলআউট। এমন পারফরমেন্সের পর লজ্জায় মুখ ঢাকারই কথা ভারতীয় ক্রিকেট দলের। সেটিই হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে আড়াই দিনেই দিবা-রাত্রির টেস্ট ৮ উইকেটে হারলো ভারত।
তাই ম্যাচ শেষে হতাশায় ডুব দিয়েছেন ভারত অধিনায়ক কোহলি। তিনি বলেন, ‘এইভাবে হারের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ৬০ রানের মতো লিড নিয়ে আমরা তৃতীয় দিন ব্যাট করতে নেমেছিলাম। তখনই ধস নামল। ২ দিন ধরে কঠিন পরিশ্রম করে ম্যাচে নিজেদের ভাল জায়গায় নিয়ে যাওয়ার পর একটা ঘন্টায় এত খারাপ গেল যে, সেখান থেকে পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। মাত্র এক ঘন্টায় এমন জায়গায় নেমে গেলাম, যেখান থেকে জয় পাওয়া আসলে অসম্ভব।’
৬২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন খেলতে নেমেছিলো ভারত। দ্বিতীয় ইনিংসে দলের স্কোর ছিলো ১ উইকেটে ৯ রান। তৃতীয় দিন মাত্র দেড় ঘণ্টা সময় নিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেন অস্ট্রেলিয়ার দুই পেসার জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স।
দেড় ঘন্টায় শেষ হওয়া ইনিংসের মত ব্যাটিং আগে কখনও দেখেননি বলে জানান কোহলি, ‘মনে হয় না, এর আগে আমরা কখনও এত খারাপ ব্যাট করেছি। আমাদের আরো সর্তক হওয়া জরুরি ছিলো। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া যে জায়গায় বল ফেলেছিল, দ্বিতীয় ইনিংসেও একই জায়গায় বল করে গেল। সত্যি কথা বলতে, কয়েকটা ভাল বল হয়েছে ঠিকই, কিন্তু উইকেটে বোলারদের জন্য বড় কোন সুবিধা ছিলো না। আমরা খুবই বাজে ব্যাটিং করেছি। আমরা ধরেই নিয়েছিলাম রান করা কঠিন। তাতেই অস্ট্রেলিয়ার বোলাররা আত্মবিশ্বাস পেয়ে যায়।’
আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। ঐ টেস্ট থেকে দলের সাথে থাকছেন না নিয়মিত অধিনায়ক কোহলি। প্রথমবারের সন্তানের বাবা হবেন তিনি। তাই দেশে ফিরে যাবেন কোহলি।
তবে কোহলির প্রত্যাশা সিরিজে ঘুড়ে দাঁড়াবে ভারত। কোহলি বলেন, ‘বক্সিং-ডে টেস্টে ছেলেরা ঘুরে দাঁড়াবে বলেই আমার বিশ্বাস। সিরিজের পরের ম্যাচগুলোতে দল ভালো করবে। প্রথম টেস্ট জিতে দেশে ফিরতে পারলে অবশ্যই ভাল লাগতো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat