আজ মঙ্গলবার সারাদিন দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সবগুলো বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। বাসস সংবাদদাতাদের পাঠানো সংবাদে জানা যায়-
বগুড়া : জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২ টায় বিক্ষোভ মিছিলটি বগুড়া শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেম্পল রোড সাতমাথায় মুজিব মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. জুলফিকার রহমান শান্ত’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ।
ঝিনাইদহ : সকালে শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ জেলায় কর্মরত চিকিৎসকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা. মুন্সী রেজা সেকেন্দার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার সদস্য সচিব ডা: রাশেদ আল মামুন, ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. জাহিদ আহম্মেদ, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন-অর রশীদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম কবির, সদর হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) ডা. জাকির হোসেন, সিনিয়র কনসালটেন্ট (গাইনী ও অবস) ডা. আলাউদ্দিন, ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ডা. সাজ্জাদ রহিমী, ডা. কনক হোসেন, ডা. মিথিলা পারভীন, ডা. লিমন পারভেজসহ অন্যান্যরা।
নীলফামারী : বেলা ১১টার দিকে সদর উপজেলা কৃষক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এসময় সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সফিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন- জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা কৃষক লীগের সহসভাপতি আজাহারুল ইসলাম, উমাপদ অধিকারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ।
কুমিল্লা (দক্ষিণ) : জেলার লাকসামের ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। বেলা ২টায় মুদাফরগঞ্জ বাজার থেকে মিছিলটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের মুদাফরগঞ্জ বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এসময় লাকসামের মুদাফরগঞ্জ ছাত্রলীগ সভাপতি এটিএম আলমগীর ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন রায়হানের নেতৃত্বে উপজেলার অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়াও, নাটোর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদি, খুলনা, লক্ষ্মীপুর ও রাজবাড়ীতে অনুরুপ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।