শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।আজ শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাতে শিক্ষামন্ত্রীর শরীরে জ্বর অনুভূত হওয়ায় রোবাবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ মন্ত্রীর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে। ওইদিন রাত ১০ টায় কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ ধরা পড়ে। শিক্ষামন্ত্রী ভাল আছেন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।