দেশের সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ মার্চ থেকে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক দফা ছুটি ঘোষণার পর নতুন করে এই ছুটি বাড়ানো হলো।