শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।আজ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কোন সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বাড়িয়ে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।