লক্ষ্মীপুর, জেলা যুবলীগ কার্যালয়ে আজ বেলা ১১টায় দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়ছে।
এসময় ৪৫জন পক্ষাঘাত প্রতিবন্ধীকে হুইলচেয়ার এবং ৫জন দৃষ্টি প্রতিবন্ধীকে সাদাছড়ি দেয়া হয়।যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষেএসব বিতরণ করা হয়
জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন। এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক তাফাজ্জাল হোসেন টিটু ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।