×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২০-১১-১০
  • ৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মোমিনুল হক। তবে তার শরীরে তেমন কোন উপসর্গ নেই।
টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ করোনা পজিটিভ হবার দু’দিন পর আক্রান্ত হলেন মোমিনুল। আক্রান্ত হওয়ায় পিএসএলে প্লে-অফে মুলতান সুলতানসের হয়ে খেলতে পারবেন না মাহমুদুল্লাহ।
বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ‘কোভিড-১৯ পজিটিভ মোমিনুলের। তার কিছু লক্ষণ রয়েছে, যদি খুব বেশি নয়।’
আক্রান্ত হওয়ায় বর্তমানে নিজ বাসায় সেল্ফ-আইসোলেশসে আছেন বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল।
মোমিনুল জানান, এর আগে কিছুটা লক্ষণ থাকায় পরীক্ষা করা হয়েছিলো। রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি বলেন, ‘গতকালের আগের দিন থেকেই আমার কিছুটা জ্বর ছিলো। এছাড়া আমার অন্য কোন উপসর্গ ছিলো না।’
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোমিনুলের স্ত্রীও।
তিনি বলেন, ‘আমরা দু’জনই ঘরে থেকে নিজেদের আলাদা রেখেছি। আমাদের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে প্রার্থনার জন্য অনুরোধ করছি।’
এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন, আবু জায়েদ রাহি, সাইফ হাসান ও মাশরাফি বিন মর্তুজা। পরবর্তী তারা সকলে সুস্থও হয়েছেন।
গেল মাসে অনূর্ধ্ব-১৯ দলের কিছু ক্রিকেটার ও কোচিং স্টাফরাও করোনায় আক্রান্ত হন।
ইতোমধ্যে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। এ মাসের শেষের দিকে পাঁচটি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। আগামী বৃহস্পতিবার প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।
গেল মাসে শেষ হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলেছেন মোমিনুল। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ড্রাফটে আছেন তিনি। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায়, আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে তার অংশ নেয়া এখন অনিশ্চিতের মুখে।
সরকারী পরিসংখ্যান অনুসারে, এখন পর্যন্ত বাংলাদেশে ৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৬হাজারের বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat