- প্রকাশিত : ২০১৮-০৩-১৬
- ১০০৫ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি,বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির বরিশালের ক্যামেরাপারসন সুমন হাসানকে নির্যাতনকারী গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে টিভি ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবির পাশাপাশি নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, দায়ী ডিবি পুলিশ সদস্যদের শুধু প্রত্যাহার করে নেওয়া কোনো যৌক্তিক শাস্তি নয়। তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তাঁরা। এ লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানান টিসিএ নেতারা।গত মঙ্গলবার সুমন হাসানকে বেধড়ক পেটান ডিবি আট সদস্য। পরে তাঁর অণ্ডকোষ চেপে ধরে অচেতন করে ফেলেন। এখানেই শেষ রক্ষা হয়নি সুমনের। ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে পুনরায় সুমনকে নির্যাতন করেন পুলিশ সদস্যরা। এ ঘটনার পর আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..