×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২২-১০-০২
  • ২৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেব বর্মণের স্মরণে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী শচীন মেলা অনুষ্ঠিত হবে।শহরের চর্থাস্থ শচীন দেব বর্মণের বাড়িতে আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর শচীন দেব বমর্ণের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে শচীন মেলার আয়োজন করা হয়।
শচীন কর্তা মেলায় সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেন। প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন, সহকারী কমিশনার নাসরিন সুলতানা নিপা, কালচারাল অফিসার সৈয়দ মো. আয়াজ মাবুদ প্রমুখ।
উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেব বর্মণ কুমিল্লা শহরের চর্থা তার পৈত্রিক নিবাসে ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি শচীন কর্তা হিসেবে কুমিল্লায় সর্বাধিক পরিচিত। বর্তমান সরকার তার পৈত্রিক নিবাস সাংস্কৃতিক জাদুঘর হিসেবে ঘোষণা দিয়ে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat