×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২২-০৩-১৭
  • ২৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ‘মহান নেতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং  জাতীয় শিশু দিবস ২০২২’ উপলক্ষ্যে বঙ্গভবনের দরবার হলে আজ মাগরিবের নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্য, যাদেরকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের রাতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তাদের আত্মার শান্তি কামনা করেও বিশেষ দোয়া করা হয়।
মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ মুহম্মদ এনামুল হক।
মোনাজাতে একাত্তরের মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করা হয়।
মিলাদ-মাহফিল ও মোনাজাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, সংশ্লিষ্ট সচিব, বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও রাষ্ট্রপতি ভবনের কর্মচারীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat