- প্রকাশিত : ২০১৮-০৪-০৮
- ৭৪০ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ২১তম আসরে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছেন আবদুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতেছেন এই শুটার। এর আগের আসরেও রুপা জিতেছিলেন এই তারকা।
রবিবার বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকী ও রাব্বী হাসান মুন্না অংশ নিয়েছিলেন ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে। তবে বাছাই পর্ব থেকেই বাদ পড়ে যান বাংলাদেশের হাসান। ৬০৭.৬ স্কোর নিয়ে বাদ হয়েছিল হাসান। আর ৬১৬ স্কোর নিয়ে উঠে যান ফাইনালে বাকি।
ফাইনাল রাউন্ডে বাকির স্কোর ছিল ২৪৪.৭। শুটের শেষ শটে ৯.৭ স্কোর করেন এই তারকা। শুটিংয়ে প্রথম হয়েছেন অস্ট্রেলিয়ার শ্যুটার ড্যান স্যাম্পসন। তার স্কোর ছিল ২৪৫।
অপরদিকে হাসানের পাশাপাশি ব্যর্থ হয়ছেন বাংলাদেশের দুই নারী শ্যুটার আরমিন আশা ও আরদিনা ফেরদৌস। ১০ মিটার এয়ার পিস্তলের বাছাই থেকেই দুইজন বাদ পড়েন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..