স্পোর্ট ডেস্ক:- স্পিড স্টার তাসকিনের নতুন বাসায় ডিনারে গিয়েছিলেন স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজ সহ তার পরিবার এবং বাঁ হাতি ব্যাটসম্যান সাব্বির রহমান। সতীর্থ আর পরিবারকে নিয়ে কাটানো মুহূর্ত গুলো ভক্তদের সাথে শেয়ার করেছেন তাসকিন আহমেদ।
নিজেদের কাটানো মুহুর্ত গুলোর কিছু ছবি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তাসকিন। ছবি পাশে ক্যাপশনে তিনি লেখেন,‘আজ (মঙ্গলবার) মিরাজসহ তার পরিবার এবং সাব্বির আমার নতুন বাড়িতে এসেছিল ডিনারের জন্য। সন্ধ্যাটা আসলেই অনেক সুন্দর ছিল।
চোটের কারণে বাইশ গজের বাহিরে মেহেদি মিরাজ এবং তাসকিন আহমেদ। যার জন্য বিসিএলে খেলা হচ্ছে না এই দুই ক্রিকেটারের। অপরদিকে নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে সাব্বির রহমান। তাই সময় টা তাদের ব্যাট-বল ছাড়াই কাটছে। তাছাড়া ইতিমধ্যে বিসিবির কেন্দ্রীয় চুাক্তি থেকেও বাদ পড়েছেন তাসকিন-সাব্বির। সবকিছু মিলিয়ে এই সময়টা পরিবারের সাথেই কাটাচ্ছেন এই তারকা ক্রিকেটাররা।।