স্পোর্টস ডেস্ক:-
ক্রিকেট অঙ্গনে ‘মেহেদী হাসান’ নামটি উচ্চারিত হলে সবাই হয়তো বুঝে যাবেন যে বলা হচ্ছে মেহেদী হাসান মিরাজের কথা; বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক আর বর্তমান জাতীয় দলের এক অন্যতম সদস্য। তবে মেহেদী হাসান নামের আরো একজন বাংলাদেশি ক্রিকেটারের কথা হয়তো খুব বেশি মানুষের জানা নেই। হঠাৎ করে তাঁর নামটা আলোচনায় উঠে এসেছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর একটি বিভ্রাটের কারণে।
শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আছে শ্রীলঙ্কায়। টেস্ট সিরিজ শুরুর আগে টাইগাররা সেখানে খেলছে দুদিনের প্রস্তুতি ম্যাচ। আজ দ্বিতীয় দিনে বোলিং করছে বাংলাদেশ। নিশ্চিতভাবেই মরটুয়া স্টেডিয়ামে বোলিং করছেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু ক্রিকইনফোতে দেখা যাচ্ছে, মিরাজ নয়, বোলিং করছেন মেহেদী হাসান মিলন!ক্রিকেটের যাবতীয় রেকর্ড, পরিসংখ্যান, সরাসরি ধারাভাষ্য ইত্যাদির জন্য বেশ সুনাম কুড়িয়েছে ক্রিকইনফো। ইন্টারনেটে ক্রিকেটপ্রেমীদের অন্যতম প্রধান গন্তব্য ক্রিকেটবিষয়ক জনপ্রিয় এই ওয়েবসাইট। এই বিপুল তথ্যের ভাণ্ডারে ভুলত্রুটিও খুব কমই চোখে পড়ে। তবে মিরাজ আর মিলনে অনেক মিল থাকার কারণে হয়তো তৈরি হয়েছে ক্রিকইনফোর এই বিভ্রাট।মিরাজের মতো মেহেদী হাসান মিলনও ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সদস্য। ২০ বছর বয়সী বাঁহাতি এই ক্রিকেটার এখন পর্যন্ত খেলেছেন ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ। ব্যাট হাতে ১৪২ রানের পাশাপাশি বল হাতেও নিয়েছেন ১৬ উইকেট।বাংলাদেশের ক্রিকেটে মেহেদী হাসান আছেন আরো একজন। তিনি মেহেদী হাসান রানা। মিরাজের সঙ্গে তিনি খেলেছিলেন ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।