স্পোর্টস ডেস্ক:-
ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। খেলেছেন ১০২টি আইপিএল ম্যাচ। বল হাতে বরাবরই ভূমিকা রেখেছেন বোলার ইরফান পাঠান। তবে এবার আইপিএলের নিলামে অবিক্রীত থাকলেন এই বোলার।
এরপর ভক্তদের উদ্দেশ্যে আবেগী এক বার্তা দিয়েছেন ৩২ বছর বয়সী ইরফান। তার ভিত্তি মূল্য ধরা হয়েছিলো ৫০ লাখ। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়নি। অথচ এখনো টুর্নামেন্টের সেরা ২০ উইকেট শিকারীর মধ্যে একজন তিনি। সর্বশেষ ২০১২ সালে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।এক টুইটে তিনি লেখেন, ২০১০ সালে আমার পিঠে ৫ জায়গায় চিড় ধরে। আমার ডাক্তার বলেছিলো আমি হয়তো আর কোনোদিন ক্রিকেট খেলতে পারবো না। আমি তখন বলি, আমি এই ব্যাথা নিয়ে বাঁচতে পারবো কিন্তু ক্রিকেট ছাড়া বাঁচতে পারবোনা। আমি পরিশ্রম শুরু করি। আবার জাতীয় দলে চলে আসি। আমি জীবনে অনেক বাধা পেয়েছি। তবে হার মানিনি। এই মুহূর্তেই আমি সঙ্কটে রয়েছি। আশা করি এটাও কাটিয়ে উঠবো্।