অবহেলায় পড়ে রয়েছে মাদারীপুর শহরের প্রথম শহীদ মিনারটি
মাদারীপুর প্রতিনিধি: ভাষা শহীদের স্মরণে নির্মিত মাদারীপুর শহরের প্রথম শহীদ মিনারটি বর্তমানে অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। শহীদ মিনারের বেদিসহ শহীদ মিনার
চত্তরে ময়লা আবর্জনার স্তুপ। অসাপ্রদায়িক চেতনা ধারণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ হাত উঁচিয়ে অসাপ্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু দায়িত্বশীলদের নজরদারির অভাবে অরক্ষিত ও অযত্নে থাকায় এ শহীদ মিনারটি এখন নষ্ট হয়ে যাচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে নির্মিত এই শহীদ মিনারটির রক্ষনাবেক্ষনের দাবী জানিয়েছেন স্থানীয়রা।