স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটির জের ধরে আত্মহত্যা করেছে স্বামী
নিজস্ব প্রতিনিধি:-
নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটির জের ধরে আত্মহত্যা করেছে এক যুবক। ওই যুবকের নাম রাসেল। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ এর মধ্যে। রাসেলের বাড়ি নোয়াখালী জেলায়।
শুক্রবার দিনগত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরজিনা আক্তার বলেন, ‘মাদারবাড়ি জাফর কমিশনার গলির মান্নানের ভবনের ভাড়াটিয়া ছিলেন রাসেল। প্রায় সময় স্ত্রীর সঙ্গে তার ঝগড়াঝাটি লেগে থাকতো। পারিবারিক কলহের জের ধরে শুক্রবার দিনগত রাত ১২টার দিকে স্ত্রীর অজান্তে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস খাওয়ার চেষ্টা করেন। পরে সাড়ে ১২টার দিকে স্ত্রী তা দেখে ফেললে দ্রুত নামিয়ে চমেক হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’