×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২৪-১০-০২
  • ২৩৩৪৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি সেকশনের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল আজ নগরীর আগারগাঁও এলাকায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফয়েজের সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠকে এ তথ্য জানান।
মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি, ডেপুটি ডিরেক্টর ব্রেন ফ্লানিগান এবং পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানা।
বৈঠকে স্টিফেন ইবেলি যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এই অংশীদারিত্ব উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাধ্যমে উচ্চশিক্ষার মান উন্নয়নে সাহায্য করবে।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডঃ এসএমএ ফায়েজ দেশে উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করার জন্য মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।
তিনি তরুণ প্রজন্ম ও ছাত্রীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপ সুবিধাসহ উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়ানোর জন্য প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান।
ড. ফয়েজ বলেন, বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিশ্ব নাগরিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি দেশে ফিরে নতুন বাংলাদেশ গড়তে অবদান রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানান।
বৈঠকে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান ও অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব ড. মোঃ ফখরুল ইসলাম এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat