কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯ (নয়টি) পাবলিক বিশ^বিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণের সময়সীমা ৩০ মে’র স্থলে আগামী ৫ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
অতি সম্প্রতি ঘূর্ণিঝড় রিমাল-এর কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে বিঘিœত হওয়ায় আজ দুপুরে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং টেকনিক্যাল কমিটির এক জরুরি জুম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামাল।