- প্রকাশিত : ২০১৮-০৪-২৩
- ৭৩৮ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে গত বছর ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। ফ্রান্সের এই ক্লাবটিতে সময় বেশ ভালোই কাটছিল নেইমারের। কিন্তু সম্প্রতি ইনজুরিতে আক্রান্ত হন তিনি। ইনজুরির কারণে বর্তমানে তিনি মাঠের বাইরে রয়েছেন।
১৯৯৮ ও ২০০২ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন রিভালদো। ব্রাজিল ফুটবল দলের সাবেক এই তারকা মনে করছেন, বিশ্বের সেরা ফুটবলার হতে হলে নেইমারকে ফ্রান্স ছেড়ে আবারও স্পেনে ক্যারিয়ার শুরু করতে হবে।
রিভালদো বলেছেন, ‘সে বিশ্বের সেরা ফুটবলার হতে পারে। কিন্তু আমি মনে করি, সে যদি পিএসজিতে থাকে তাহলে সম্ভব নয়। তাকে পিএসজি ছাড়তে হবে। তাকে সেরা হতে হলে স্পেনের ক্লাবে খেলতে হবে।’
আগামী ১৪ জুন শুরু হবে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। এই আসরে গ্রুপ পর্বে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বর্তমানে ইনজুরিতে থাকলেও বিশ্বকাপের আগে নেইমার সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..