মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৯৭১ সালের গৌরবময় মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে।
সংগঠনটির সভাপতি ও ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এইচ. এম. হাবিবুর রহমান ভুঁইয়া এবং মহাসচিব ও সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, ঢাকা এর বিচারক ( সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে বিচারকবৃন্দ উক্ত শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ, ঢাকা মোঃ আছাদুজ্জামান এবং আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব শেখ হুমায়ুন কবিরসহ সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও ঢাকায় কর্মরত বিচারকবৃন্দ।