×
ব্রেকিং নিউজ :
শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন : পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত কুড়িগ্রামে আইনগত সহায়তা দিবস ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত জমজ শিশুর অপারেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে আগামীকাল দেশে ফিরবেন শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে : স্পিকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: ওবায়দুল কাদের আবারও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি
  • প্রকাশিত : ২০২৩-১০-১৬
  • ৪৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলায় এবার ৩শ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যা গত বছরের তুলনায় ১১ টি অতিরিক্ত। দুূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য সরকারি ভাবে ইতোমধ্যে  ১ শ ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুূর্গোৎসবকে সামনে রেখে জেলার সনাতন হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখন চলছে সাজ সাজ রব।
২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মন্ডপে মন্ডপে এ ধর্মীয় উৎসব  শুরু হবে বলে জানান জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড: হৃষিকেশ সরকার । প্রতিটি মন্ডপে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্য পুলিশ, আনসার, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের পাশাপাশি পুলিশ ও র‌্যাবের টহল দল থাকবে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। এ ছাড়াও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতও সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। দুর্গোৎসব সফল করতে পুলিশের একটি মনিটরিং টিম ও গঠন করা হয়েছে।  
সনাতন হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্র্গোৎসব উদযাপনে দুর্গা মন্ডপ গুলোকে সাজানো হয়েছে মনোরম সাজে। জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা প্রতিমা তৈরি মনিটরিং ও পাহারার ব্যবস্থা করেছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম জানান, দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য সরকারি ভাবে প্রতি মন্ডপের জন্য ৫০০ কেজি  করে ইতোমধ্যে  ৩শটি মন্ডপের জন্য ১ শ ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্গোৎসবকে সামনে রেখে জেলার সনাতন হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখন চলছে সাজ সাজ রব। দুর্গোৎসব উপলক্ষে শহরের দোকান গুলোতে চলছে গভীর রাত পর্যন্ত বেচাকেনা। কণা গার্মেন্টসের মালিক শ্যামল চন্দ্র বলেন, দুূর্গোৎসব উপলক্ষে ভালো বেচাকেনা হচ্ছে। বাবু গার্মেন্টস, করিম গেঞ্জি ষ্টোর ও তনুশ্রী বস্ত্রালয় ঘুরে সনাতন ধর্মের লোকজনদের কেনাকাটা করতে দেখা যায়।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে জেলায় এবার পাঁচ উপজেলা ও পাঁচ পৌরসভা মিলে ৩শটি মন্ডপে দদুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট সদরে রয়েছে ১১৭টি, কালাই উপজেলায় ৩০ টি, ক্ষেতলাল উপজেলায় ৪২ টি , আক্কেলপুর উপজেলায় ৩৮ টি ও পাঁচবিবি উপজেলায় রয়েছে ৭৩ টি। ইতোমধ্যে মন্ডপ গুলোকে মনোরম সাজে সাজানো ছাড়াও সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল কুমার সাহা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat