ভাতিজাকে খুনের মামলায় মৌলভীবাজারের কমলগঞ্জের চান মিয়াকে বিচারিক আদালতের মৃত্যুদন্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন দন্ড দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেয়।
ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত জানিয়েছেন, মৃত্যুদ-াদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স খারিজ এবং আসামির আনা আপিলে বিচারিক আদালতের রায় সংশোধন করে রায় দেয় উচ্চ আদালত।
পারিবারিক জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৮ সালের ২৫ মার্চ ভাতিজা আট বছরের শিশু তাজুল ইসলামকে স্থানীয় মসজিদ থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেন চাচা চান মিয়া।
এ ঘটনার পর তাজুল ইসলামের বাবা আলী আকবর বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ২৫ মে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। বিচার শেষে ২০১৭ সালের ৭ নভেম্বর মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চান মিয়াকে মৃত্যুদন্ড দেন। পরে মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি আসামিও আপিল করেন।