×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে উদ্ধার হওয়া খাল রক্ষায় নৌকা চালানোর পরিকল্পনা চসিকের ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাতের পর নিখোঁজ ১২ জনকে খুঁজতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা ১৪১ সেরা করদাতার নাম প্রকাশ ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু আগামী ১৮ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারের সমর্থনের তথ্য যুক্ত করার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সরকার দেশে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জাতিসংঘের স্বেচ্ছাসেবকদের অবদানের প্রশংসা করেছেন ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগির : ওবায়দুল কাদের কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, প্রতিরোধে কমিটি গঠন ও মনিটরিং জোরদারের উদ্যোগ নিতে হবে বিএনপি চরম মানবাধিকার লঙ্ঘনকারী : তথ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ১৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ার মেলবোর্নের এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের সাথে উন্নত সমৃদ্ধ স্মার্ট ব্যবস্থা গঠনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর সাথে  আনুষ্ঠানিক সমঝোতা স্বাক্ষরিত হয়েছে ।
আজ অস্ট্রেলিয়ার মেলবোর্নে এন্টারপ্রেনারশিপ কংগ্রেসে এই সমঝোতা স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের অভীষ্ট লক্ষ্য অর্জনে দেশে উদ্যোক্তা বিকাশ ও উন্নয়নে আইডিইবি’র চলমান উদ্যোগকে আরো বেগবান করার লক্ষ্যে যৌথ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে আইডিইবি ও গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের মধ্যে এই সমঝোতা স্বাক্ষরিত হয়।
আইডিইবি’র পক্ষে ইনস্টিটিউশনের সভাপতি ও জেন-বাংলাদেশের পরিচালক প্রকৌশলী এ কে এম এ হামিদ এবং গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের পক্ষে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জোনাথন অর্টম্যানস সমঝোতা স্বাক্ষর করেন।  
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আইডিইবি’র রিসার্চ ফেলো প্রকৌশলী মোঃ এনামুল হক ও গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের পলিসি অ্যান্ড রিসার্চ ডিরেক্টর ম্যাট স্মিথ।
উল্লেখ্য, আইডিইবি’র প্রতিনিধিবৃন্দ জেন-বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল এন্টারপ্রেনারশিপ কংগ্রেসে অংশগ্রহণ করেন। কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আইডিইবি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। আইডিইবি প্রত্যাশা করছে, এ ধরনের যৌথ কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপকভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে যা দেশে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat