এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের বিদেশ সফরকালীন ভারপ্রাপ্ত এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ অতিরিক্ত এটর্নি জেনারেল এস এম মুনীর।
এটর্নি জেনারেল কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সস্ত্রীক ব্যক্তিগত সফরে অস্ট্রেলিয়া যাবেন। ফিরবেন আগামী ৩০ সেপ্টেম্বর। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এস এম মুনীরকে ২০২০ সালের ১ সেপ্টেম্বর অতিরিক্ত এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।