বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদের আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশ আগামীকাল বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে আওয়ামী লীগের এ তিন সংগঠনের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।এতে বলা হয়, আগামীকাল শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩ টায় বায়তুলমোকাররমের দক্ষিণগেটে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) এই তিন সংগঠনের সমাবেশ করার কথা ছিল। পরে তারিখ ও স্থান পরিবর্তনের কথা বলা হয়।বুধবার সন্ধ্যায় স্থান পরিবর্তন করে আগারগাঁওয়ে বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করার কথা বলা হয়েছিল। পরে বৃহস্পতিবারের পরিবর্তে সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার দেওয়া হয়।