আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতাদের মিথ্যাচারই বিএনপির পতনের কারণ হবে।
আজ শনিবার বিকেলে জেলা স্কুল মাঠে নোয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের মানুষ জানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে পালিয়ে গেছে তারেক রহমান। তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আন্দোলন করবে এটা বিশ্বাস হয়? তাদের আন্দোলনের এত টাকা কোথা থেকে আসে? এই অপশক্তিকে রুখতে হবে।
তিনি বলেন, বিএনপির চোখ শুকিয়ে এসেছে। আন্দোলনে জোয়ার নেই। রমজান গেলে বলে কোরবানী, কোরবানী গেলে বলে পরীক্ষা। সাড়ে ১৪ বছর কেটে গেলো, আন্দোলন হবে কোন বছর?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৬ বছর আগে তারেক রহমান মুচলেকা দিয়ে রাজনীতি থেকে পালিয়ে গেছে। কিন্তু দেশের হাজার কোটি টাকা লুটপাট করে এখন আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে দেশের জনগণ এ অপশক্তির ডাকে আর সাড়া দেবে না।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্লা খান সোহেল, সংসদ সদস্য নিজাম উদ্দীন হাজারী প্রমুখ।