দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪৬ জন। এদের মধ্যে ঢাকায় ৭০৯ জন এবং ঢাকার বাইরে ৫৩৭ জন ভর্তি হয়েছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ হাজার ৭৯১ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ২ হাজার ৫৩০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১২৬১জন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১৬ হাজার ১৪৩ জন। এদের মধ্যে ঢাকায় ১১ হাজার ১ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ১৪২ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৮ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ১২ হাজার ২৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।