আগামী বছর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ড সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। সাদা বলের সিরিজ খেলার জন্য নিউজিল্যান্ড সফরের প্রস্তাব সাদরে গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
স্থানীয় গনমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল।
২০২৪ সালের জানুয়ারিতে পাকিস্তান দলের অস্ট্রেলিয়ার সফর শেষ হবার পর সিরিজটি খেলার প্রস্তাব দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
আগামী বছর ৭ জানুয়ারি পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষ হবার পর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান এবং নিউজিল্যান্ড সিরিজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
সিরিজের ম্যাচের সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে আলোচনায় বসবে পিসিবি ও এনজেডসি।